ভিডিও | নকশবন্দীর সুললিত কণ্ঠে সূরা ইসরা'র তিলাওয়াত
ইকনা- মিশরের প্রসিদ্ধ ক্বারি সাইয়্যেদ মুহাম্মাদ নকশবন্দী'র সুললিত কণ্ঠে সূরা ইসরা'র ২৪ নম্বর আয়াত তুলে ধরা হল:
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ﴿۲۴﴾
এবং তাঁদের সম্মুখে বিনয়-নম্র হয়ে নিজের কাঁধ নত করে দেবে এবং বলবে (তাঁদের জন্য প্রার্থনা করতে থাকবে), ‘হে আমার প্রতিপালক! তাঁদের উভয়ের প্রতি করুণা কর, যেরূপে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছিলেন।’